নাইজারের স্কুলে অগ্নিকান্ডে ২৬ জনের প্রাণহানি

227
bnews21.com

নিউজ ডেস্কঃ নাইজারের দক্ষিণাঞ্চলে খড় ও কাঠ দিয়ে তৈরি  একটি স্কুলে সোমবার অগ্নিকান্ডে কমপক্ষে ২৬ শিশু প্রাণ হারিয়েছে। এদের সকলের বসয় পাঁচ  থেকে ছয় বছরের মধ্যে। রাজধানী নিয়ামিতে একই ধরণের মর্মান্তিক ঘটনার সাত মাস পর এটি ঘটলো।

 

মারাদি নগরীর মেয়র চাইবৌ আবুবকর বলেন, এ ঘটনায় ‘এখন পর্যন্ত আমরা ২৬ জনের মৃত্যু ও ১৩ জন আহত হওয়ার খবর পেয়েছি।’

 

বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম নাইজার ক্লাসরুম হিসেবে কাজে লাগাতে খড় ও কাঠ দিয়ে শেড তৈরি করে স্কুল ভবনের ঘাটতি পূরণের চেষ্টা করে। শিশুরা অনেক সময় এসব শেডে মাটিতে বসে ক্লাস করে থাকে।

 

এসব প্রাণহানি ঘটনায় মঙ্গলবার থেকে মারাদি অঞ্চলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত এপ্রিলে নিয়ামি জেলার একটি স্কুলে অগ্নিকা-ে ২০ শিশুর মৃত্যু ঘটে।

Related Post:
জার্মানীতে করোনায় নতুন করে ৫০ সহস্রাধিক লোক আক্রান্ত