বিয়ে করেছেন মডেল-অভিনেত্রী সানাই

346
bnews21.com

 

নিউজ ডেস্ক : বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। অনেকটা গোপনেই বিয়ে সেরেছেন তিনি। তার বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

 

জানা গেছে, ২৭ মে সানাইয়ের পৈত্রিক বাড়ি নীলফামারীতে পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। যদিও এর আগে ২০১৯ সালে সানাইয়ের একটি বিয়ের খবর শোনা যায়। সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার বাগদান হয়েছিল বলে জানান এ অভিনেত্রী। কিন্তু তিন বছর পর জানাগেলো সাবেক কোনো মন্ত্রী নয় ব্যাংকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

 

এদিকে গত বছর অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দেন সানাই। বেছে নেন ইসলামিক জীবনযাপন। নিয়মিত বোরকা ও হিজাব পরে চলছেন। শোবিজ জগতের যাবতীয় কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। মডেল হিসেবে শোবিজে কাজ শুরু করেছিলেন সানাই মাহবুব। পাশাপাশি উপস্থাপনাও করতেন।

 

এরপর ২০১৬ সালে ‘ভালোবাসা ২৪×৭’ নামের একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন সানাই মাহবুব। তবে তার অভিনীত আর কোনো সিনেমাই মুক্তি পায়নি অদ্যাবধি।

b21.news
আবু সালেহ মুসা এবং সানাই মাহবুব