নোরার সাথে প্রেম করছেন শাহরুখ পুত্র আরিয়ান!

212

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই মাতিয়ে এসেছেন কাতার বিশ্বকাপ মঞ্চ নোরা ফাতেহি। সেই সুবাদে সবখানেই তার নাম ছিলো চর্চায়। অন্যদিকে বলিউড বাদশা শাহরুখের বড় ছেলে আরিয়ান মাদককাণ্ড এবং জেল ও হাজতবাস নিয়ে নাম জড়ানোর পর টানা আলোচনায়।

 

এবার জোর গুঞ্জন, ৩০ বছর বয়সী নোরা ফাতেহি’র সঙ্গে প্রেম করছেন ২৫ বছর বয়সী আরিয়ান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দু’টি ছবি। যার একটিতে নোরার সঙ্গে এক ভক্তকে দেখা গেছে। ঠিক একই জায়গায় ওই ভক্তের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন আরিয়ানও।

 

ধারণা করা হচ্ছে, এক সঙ্গেই পার্টি করছেন তাঁরা। ওই ছবি দেখে অনেকেই আরিয়ান ও নোরাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সম্প্রতি আরিয়ানের সঙ্গে ঘুরতেও দেখা গেছে নোরা’কে। একসঙ্গে ডিনার করেছেন তারা। নতুন বছর উপলক্ষে দুবাইতে পার্টির আয়োজন করেছিলেন আরিয়ান। তাতেও নাকি যোগ দিয়েছিলেন এই সুন্দরী।