নিউজ ডেস্ক : চলমান হিজাব ইস্যুতে ইরানে শুরু হওয়া আন্দোলন অব্যাহত রয়েছে বিভিন্ন দেশে। চুল কেটে, হিজাব পুড়িয়ে বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিস, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ অনেক দেশের নারীবাদীরা। বাধ্যতামূলক হিজাব বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলনে জানাচ্ছেন সংহতি।
এদিকে আন্দোলন-সহিংসতায় এখনও উত্তাল গোটা ইরান। বিক্ষোভ দমনে ব্যাপক ধড়পাকড় চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বাকস্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সমালোচনার ঝড় বইছে জাতিসংঘ অধিবেশনেও।
সম্প্রতি ইরানে এক নারী নৈতিকতা পুলিশের মাধ্যমে ওড়না দিয়ে পুরো মাথা না ঢাকার অপরাধে গ্রেফতার হোন ইরানে। পরবর্তীতে তাদের নির্যাতনে নিহত হোন গ্রেফতারকৃত ঐ তরুনী, তার নাম বাসা আমিনী। তারপর থেকেই গোটা বিশ্ব মানবাধিকার ইস্যুতে ফুসে উঠছে।
Related Post:
৫০০ সন্তানের বাবাকে এবার থামতে বললেন আদালত