জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বাদ পড়লো ভারতসহ ৫ দেশ

285
bnews21.com

 

নিউজ ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বাদ পড়ছে ভারতসহ পাঁচ দেশ। তাদের স্থলাভিষিক্ত হচ্ছে ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড। বৃহস্পতিবার, সাধারণ পরিষদে জাতিসংঘের সদস্য দেশগুলোর ভোটে নতুন এ পাঁচ দেশ নির্বাচিত হয়।

 

আগামী ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে দেশগুলো। ভারত ছাড়াও বাদ পড়ছে আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো ও নরওয়ে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য থাকবে পাঁচ দেশ। বাকি ১০ দেশ অস্থায়ী সদস্য হিসেবে থাকবে।

 

উল্লেখ্য, ভৌগলিক অবস্থানের ভিত্তিতে দুই বছরের জন্য অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। তবে এক্ষেত্রে সাধারন পরিষদের দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়।