এ আর রহমানের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ

262

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে ভারতের পুণেতে অস্কারজয়ী এ আর রহমানের কনসার্ট বন্ধ করে দেয় পুলিশ। এবার তাঁর বিরুদ্ধে সুর চুরির অভিযোগ আনলেন দিল্লির শিল্পী উস্তাদ ওয়াসিফ উদ্দিন ডাগর। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘পোন্নিয়িন সেলভান টু’র সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন এ আর রহমান। সিনেমার ‘বীরা রাজা বীরা’ গানের সুর নিয়ে অভিযোগ ওয়াসিফ উদ্দিন এর।

 

তিনি জানান, এই গানের সুর তাঁর চাচা ওস্তাদ জহিরুদ্দিন ডাগর ও বাবা ওস্তাদ ফইয়াজউদ্দিন ডাগরের। বছরের পর বছর ধরে তাঁরা সুরটি করেছিলেন। শুধু পরিবর্তন আনা হয়েছে গানের পরিবেশনে। তার এই অভিযোগের জবাব দিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজ।

 

মাদ্রাজ টকিজ জানিয়েছেন, ওয়াসিফুদ্দিনের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সস্তা প্রচার ও টাকার জন্য অপপ্রচার করছেন তিনি। জানা গেছে, ‘বীরা বীরা’ গানটি ত্রয়োদশ শতাব্দীর নারায়ণ পণ্ডিতাচারিয়ানের কম্পোজিশন থেকে নেয়া হয়েছে।

Related Post:
৫০০ সন্তানের বাবাকে এবার থামতে বললেন আদালত
বন্ধ করে দিলেন ‘পুষ্পা টু’র’ শুটিং!