অষ্ট্রেলিয়ায় সন্ধান মিললো ২০ হাজার ফুটবল মাঠের সমান গাছের!

335
bnews21.com

 

নিউজ ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ আকারের উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে অস্ট্রেলিয়ায়। দেশটির উপকূলীয় এলাকায় সমুদ্রতলের একটি সি গ্রাস ১৮০ বর্গ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে বিস্তৃত। সাড়ে চার হাজারেরও বেশি বয়সী এ উদ্ভিদ রিবন উইড নামে পরিচিত।

 

এটি বিশ্বের সর্ববৃহৎ আকারের উদ্ভিদ। অষ্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে পাওয়া গেছে এই গাছের সন্ধান। গবেষকরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে, ১৮০ কিলোমিটারের বেশী ছড়িয়ে থাকা এই সি-গ্রাসটি মূলতঃ একটি গাছ।

 

প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা রয়েছে এটির। বছরে এর বৃদ্ধি ঘটে ৩৫ সেন্টিমিটার। তাই গবেষকরা বলছেন এতো বড় হতে গাছটির সময় লেগেছে প্রায় সাড়ে চার হাজার বছর। ইউনিভার্সিটি অব ওয়েষ্টার্ন অষ্ট্রেলিয়ার গবেষক এলিজাবেথ সিনক্লেয়ার এমনটিই মনে করেন।

 

তবে এ উদ্ভিদটিই বিশ্বের সবচেয়ে বেশী বয়সী উদ্ভিদ নয়। পশ্চিম ভূমধ্যসাগরে এক লাখ বছরেরও বেশী বয়সের একটি উদ্ভিদের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা।